Saturday, September 08, 2018
মৃত্যুঞ্জয়
সুকুমার চৌধুরীর কবিতা
মৃত্যুঞ্জয়
কে যেন গুড়িয়ে দিতে চায় ।
কে যেন পুড়িয়ে দিতে চায় ।
চুর্চুর মৃত্তিকা থেকে উঠে আসি ।
গর্গর অঙ্গার থেকে উঠে আসি ।
মৃত্তিকা থেকে উঠে আসি গাছ ।
অঙ্গার থেকে উঠে আসি নাশ ।
কিছুদিন গাছের মতো বাঁচি ।
কিছুদিন নাশকতায় বাঁচি