Saturday, February 16, 2019

 

বিবাহ

তার কাছে যাই
নিরবতা যার স্বরলিপি, বীতমন্ত্র
তার গান গাই

এ রকম আমার ভ্রমণ, এ রকম
নীল অবগাহ
যে রকম পাখির উড়াল, যে রকম
ধ্বনির বিবাহ ………

ক্রীতদাস

তুমি বললে তোমার নির্জন কোন ঘর নেই
যার ভেতর আমরা চুপটি কোরে বসে থাকবো
                       অনন্তকাল
আমি নিপুণ হাতে হত্যা কোরলাম আমার প্রহরীকে
তুমি বললে তোমাকে চারপাশে ঘিরে ধরেছে
                       প্রবল পৃথিবী
আমার দম বন্ধ হোয়ে আসছে
আমি ইঁটের পর ইট সাজিয়ে বন্ধ কোরলাম
দরজা-জানলা ফাঁক ও ফোকর
বাইরে থেকে তুমি বললে দরজা খোলো ক্রীতদাস

অপার্থিব নির্জন ঘরের মধ্য থেকে আমি তোমার
                      কন্ঠ শুনতে পেলাম না

This page is powered by Blogger. Isn't yours?