Saturday, September 30, 2006

 

খড়কুটো

PDF Version
 

সংসার

PDF Version
 

জোনাক দিয়ে তৈরী তারা

একটা শালিক অমংগুলে, দুটো শালিক ভালো তিনটে শালিক চারটে শালিক ... কিসব যেন ছিল আকাশ ছিল নীলের গায়ে সাদা মেঘের জাফরি, বাতাস মানে সাত বাগানের সদ্য মেলা পাপড়ি পাখীর ডাকে খুলে যেত ভোরের বেলার ডালা, দুপুর বেলা আংগুল মুখে গল্প শোনার পালা নতুন ছিল চারদিকেতে অবাক ছিল চোখটা .... রেলের গাড়ি, নদীর খেয়া দেড়েল টেকো লোকটা .... বাসের ট্রামের টিকিট্গুলো সোনায় ছিল মোড়া ! বেলুনবাঁশি রাজদন্ড, জেব্রা ডুরে ঘোড়া ! পেরিয়ে বছর অনেকগুলো সবই এখন 'ছিল', জোনাক দিয়ে তৈরী তারা গ্যাসের থেকে ভালো !!

Monday, September 25, 2006

 

Aamar Sonnet


Friday, September 08, 2006

 

ভালো থেকো ভালোবাসা

ভালো থেকো ভালোবাসা, বেঁচে বর্তে থেকো এখন রাস্তা ঘাটে বড় নোংরার ভিড় বেড়িও না যখন তখন কোথাও ম্যানহোল খোলা, কোথাও হাঁটুজলে ডোবা, কোথাও বোমা টোমা বাঁধা কি দরকার, চুপচাপ আড়ালে থেকো ভালো থেকো মাঝে মাঝে সময় পেলে ঘুলঘুলি দিয়ে তাকিয়ে দেখো রাতের একটা চাঁদ, কিছু তারা এখনও দেখা যায় দেখার মত কোনকিছু তো কাছাকাছি নেই আর দূরে থেকো মানুষের থেকে, ভালোবাসা, ভালো থেকো।

This page is powered by Blogger. Isn't yours?